WB Gram Panchayat Exam Practice Set 01 – পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদনের জন্য। আর সেই পরীক্ষা নিয়েই সবাই সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা যারা এখনো পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সময়ের অভাবে সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার জন্য আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০১ (WB Gram Panchayat Exam Practice Set 01)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 01
১) সম্প্রতি কততম রাষ্ট্র হিসাবে Interpol’s Child Sexual Abuse Database- এ জয়েন করলো ভারত ?
[A] ৫৫
[B] ৬৮
[C] ৭০
[D] ৬৬
Answer – ৬৮
২) Gijon Chess Masters টাইটেল জিতল ভারতের কোন দাবা গ্র্যান্ড মাস্টার ?
[A] ডি. গুকেশ
[B] হার্শিত রাজা
[C] অংশু বিশ্বাস
[D] আর. প্রজ্ঞানন্দ
Answer – ডি. গুকেশ
৩) কোথায় দীর্ঘতম ডবলডেকার ব্রিজ তৈরি করে বিশ্ব রেকর্ড করলো ভারত ?
[A] মুম্বাই
[B] কানপুর
[C] কোচি
[D] নাগপুর
Answer – নাগপুর
৪) জাপান সরকারের দ্বারা “Order Of The Rising Sun” অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে ?
[A] গৌতম আদানি
[B] রামনাথ কোবিন্দ
[C] নারায়ন কুমার
[D] রতন টাটা
Answer – নারায়ন কুমার
৫) স্কুল ছুট শিক্ষার্থীদের সমীক্ষা করতে কলেজের থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য “Earn With Learn” স্কিম লঞ্চ করল কোন রাজ্য ?
[A] ত্রিপুরা
[B] আসাম
[C] উড়িষ্যা
[D] কেরালা
Answer – ত্রিপুরা
WB Gram Panchayat Exam Practice Set 01
৬) সম্প্রতি কোন রাজ্যে দেওঘর এয়ারপোর্ট এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি ?
[A] পশ্চিমবঙ্গ
[B] বিহার
[C] উত্তর প্রদেশ
[D] ঝাড়খন্ড
Answer – ঝাড়খন্ড
৭) দক্ষিণ কোরিয়ার অনুষ্ঠিত ISSF World Cup- এ ভারতের হয়ে প্রথম সোনার মেডেল জিতলেন কে ?
[A] পার্থ মাখিযা
[B] অর্জুন বাবুতা
[C] সৌরভ চৌধুরী
[D] অভিনব বিন্দ্রা
Answer – অর্জুন বাবুতা
৮) বাহরাইনে অনুষ্ঠিত Asian U-20 Wrestling Championship- এ ভারত মোট কয়টি মেডেল জিতল ?
[A] ১৮ টি
[B] ১৪ টি
[C] ১১ টি
[D] ২২ টি
Answer – ২২ টি
৯) সম্প্রতি প্রয়াত এনামুল হক কে ছিলেন ?
[A] ঐতিহাসিক[B] প্রত্নতাত্ত্বিক
[C] বাদ্যকার
[D] সঙ্গীতজ্ঞ
Answer – প্রত্নতাত্ত্বিক
১০) স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদান এর উপর কোন ভাষায় ‘Swadhinata Sangram Na Surviro’ শিরোনামে বই রিলিজ করলেন মীনাক্ষী লেখি ?
[A] গুজরাটি
[B] হিন্দি
[C] উর্দু
[D] মারাঠি
Answer – গুজরাটি
Very good
I passed higher secondary