WB Gram Panchayat Exam Practice Set 05 – পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদনের জন্য। আর সেই পরীক্ষা নিয়েই সবাই সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা যারা এখনো পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সময়ের অভাবে সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার জন্য আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০৫ (WB Gram Panchayat Exam Practice Set 05)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 05
১) সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন Mario Draghi ?
[A] ইতালি
[B] ব্রিটেন
[C] ব্রাজিল
[D] জার্মানি
Answer – ইতালি
২)The International Hockey Federation (FIH)- এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে ?
[A] যোগেশ বর্মন
[B] আশরাফ মাহমুদ
[C] সেইফ আহমেদ
[D] মুনতাজ আহমেদ
Answer – সেইফ আহমেদ
৩) সম্প্রতি শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কে ?
[A] অখিল রাজাপাকশা
[B] রানিল বিক্রমসিংহ
[C] দীনেশ গুণবর্ধন
[D] কেউই নয়
Answer – দীনেশ গুণবর্ধন
৪) দুই দেশের শিক্ষার্থীদের শিক্ষাগত ডিগ্রির পারস্পরিক স্বীকৃতি দেওয়ার জন্য কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করলো ভারত ?
[A] জাপান
[B] আমেরিকা
[C] যুক্তরাজ্য
[D] ভিয়েতনাম
Answer – যুক্তরাজ্য (UK)
৫) Smart City Fund- এর ব্যবহারে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য ?
[A] গুজরাট
[B] তামিলনাড়ু
[C] মহারাষ্ট্র
[D] কেরালা
Answer – তামিলনাড়ু
WB Gram Panchayat Exam Practice Set 05
৬) 13th Petersburg Climate Dialogue শুরু হলো কোথায় ?
[A] ইতালি
[B] জার্মানি
[C] ফ্রান্স
[D] কোনোটিই নয়
Answer – জার্মানি
৭) সম্প্রতি কোন রাজ্যের State Skill Development Mission- এর সাথে MoU স্বাক্ষর করলো Flipkart ?
[A] বিহার
[B] হিমাচল প্রদেশ
[C] ঝাড়খন্ড
[D] কর্ণাটক
Answer – বিহার
৮) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী Denesh Ramdin কোন দেশের ক্রিকেটার ?
[A] নিউজিল্যান্ড
[B] ওয়েস্ট ইন্ডিজ
[C] অস্ট্রেলিয়া
[D] সাউথ আফ্রিকা
Answer – ওয়েস্ট ইন্ডিজ
৯) জাতীয় আয়কর দিবস পালন করা হয় কবে ?
[A] ২৫ শে জুলাই
[B] ২৪ শে জুলাই
[C] ২৭ শে জুলাই
[D] ২৬ শে জুলাই
Answer – ২৪ শে জুলাই
১০) 68th National Film Awards- এ “Best Feature Film” তকমা পেল কোনটি ?
[A] Soorara Pottru
[B] Toolsidas Junior
[C] Rocketry
[D] Tanhaji
Answer – Soorara Pottru