WB Gram Panchayat Exam Practice Set 02 – পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদনের জন্য। আর সেই পরীক্ষা নিয়েই সবাই সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা যারা এখনো পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সময়ের অভাবে সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার জন্য আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০২ (WB Gram Panchayat Exam Practice Set 02)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 02
১) কোন দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন To Lam ?
[A] তাইওয়ান
[B] ভিয়েতনাম
[C] মালদ্বীপ
[D] চীন
Answer – ভিয়েতনাম
২) International Solar Alliance (ISA)- এর ৯৯ তম সদস্য হলো কোন দেশ ?
[A] লেবানন
[B] কানাডা
[C] জার্মানি
[D] স্পেন
Answer – স্পেন
৩) India First Life Insurance- এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে ?
[A] অরুন লাল
[B] রুশাব গান্ধী
[C] প্রফুল্ল শর্মা
[D] সুনীল সামন্ত
Answer – রুশাব গান্ধী
৪) ভারতের প্রবীণতম মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করলেন কে ?
[A] শীতল রাঠি
[B] কনিকা শর্মা
[C] জ্যোতি রাত্রে
[D] হিমাংশী সেন
Answer – জ্যোতি রাত্রে
৫) সম্প্রতি ৫ লক্ষ OBC সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিল কোন হাইকোর্ট ?
[A] কলকাতা
[B] গৌহাটি
[C] চেন্নাই
[D] মাদ্রাজ
Answer – কলকাতা হাইকোর্ট
WB Gram Panchayat Exam Practice Set 02
৬) ATD BEST Award 2024 পেল কোন কোম্পানি ?
[A] Infosys
[B] NTPC
[C] Wipro
[D] Power Grid
Answer – Power Grid
৭) কোথায় বিশ্বের সর্বোচ্চ অবজারভেটরি বা মান মন্দির উদ্বোধন করল টোকিও ইউনিভার্সিটি ?
[A] নিকারাগুয়া
[B] চিলি
[C] জাপান
[D] স্ক্যান্ডিনেভিয়া
Answer – চিলি
৮) AFC Women’s Asian Cup 2026 হোস্ট করবে কে ?
[A] সুইডেন
[B] আর্জেন্টিনা
[C] অস্ট্রেলিয়া
[D] বেলজিয়াম
Answer – অস্ট্রেলিয়া
৯) WBC India Cruiserweight Championship জিতলেন কে ?
[A] জাসকরণ সিং
[B] সুধীর সিং
[C] চন্দ্রু জি
[D] কেউই নন
Answer – চন্দ্রু জি
১০) কোথায় ১.৫ বিলিয়ন ডলারের ক্যান্সার ড্রাগ প্ল্যান্ট প্রতিষ্ঠা করবে AstraZeneca কোম্পানি ?
[A] সিঙ্গাপুর
[B] ভারত
[C] শ্রীলংকা
[D] মালয়েশিয়া
Answer – সিঙ্গাপুর
WB Gram Panchayat Exam Practice Set 01 | View Now |