WB Guest Teacher Job Vacancy 2024 – রাজ্যে একলব্য মডেল আবাসিক স্কুলে গেস্ট টিচার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেসব চাকরিপ্রার্থীদের ছোটবেলা থেকে শিক্ষক হওয়ার ইচ্ছা আছে তাদের জন্য সুবর্ণ সুযোগ। ইচ্ছুক প্রার্থীরা সর্বনিম্ন নিচের যোগ্যতা থেকে থাকলে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এখানে আবেদনকারীরা কোনোরকম পরীক্ষা ছাড়া শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিতে নিয়োগের সুযোগ পাবেন।
আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? বয়স সীমা কি থাকছে? চাকরিপ্রার্থীদের মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে আজকের এই প্রতিবেদনে। এখানে আবেদন করার আগে বিঞ্জপ্তি ডাউনলোড করবেন তারপর ভালোভাবে পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | একলব্য মডেল আবাসিক স্কুল |
পদের নাম | গেস্ট টিচার (ট্রেইনড গ্র্যাজুয়েট টিচার – TGT) |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৫/১১/২০২৪ |
পদের নাম
এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – গেস্ট টিচার (ট্রেইনড গ্র্যাজুয়েট টিচার – TGT)
শুন্যপদ
৩ টি।
শিক্ষাগত যোগ্যতা (WB Guest Teacher Job Vacancy 2024)
যেসকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে (সায়ন,সাঁওতালি,ইতিহাস) বিষয়ে BA, B.Sc, B.Ed ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদনকারীদের মেডিকেল ফিটনেস হতে হবে । অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
বয়স সীমা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৮ বছরের মধ্যে হতে হবে। এই পদে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ০১/০১/২০২৪ তারিখ অনুসারে হিসাব প্রযোজ্য হবে।
মাসিক বেতন (WB Guest Teacher Job Vacancy 2024)
এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের প্রতি মাসে ১২,০০০/- টাকা বেতন হিসাবে প্রদান করা হবে।
এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে?
www.paschimbardhaman.gov.in পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের কোনরকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র সাক্ষাৎকারের ভিত্তিতে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে। সর্বপ্রথম প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এছাড়া আপনারা (WB Guest Teacher Job Vacancy 2024) যদি চান এই প্রতিবেদনের নিচে যে ডাউনলোড করার বিজ্ঞপ্তি অপশন আছে সেখান থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করেও আপনারা দেখতে পারেন। এরপরে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সমস্ত কিছু তথ্য সেখানে উল্লেখ করে নির্দিষ্ট সময় ও দিনের মধ্যে নির্দিষ্ট স্থানে আবেদন পত্র পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সমস্ত তথ্য জানতে অবশ্যই আপনারা সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন।
আবেদন ফি
এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে কোনরকম আবেদনমূল্য জমা করতে হবে না। প্রথমে আবেদনকারীরা অফিসিয়াল নোটিফিকেশনটি জাচাই করবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদন জমা দেওয়ার ঠিকানা –
PO-cum-DWO, BCW & TD, পশ্চিম বর্ধমান, 1st Floor/2nd Floor, SDO অফিস বিল্ডিং আসানসোল-713304।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১.বয়সের প্রমাণপত্র হিসাবে (প্রবেশপত্র বা মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট)।
২.আবাসিক প্রমাণপত্র হিসাবে (আধার কার্ড, ভোটার কার্ড)।
৩.সর্বোচ্চ যোগ্যতা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা (উভয় দিক) সমর্থনে মার্ক শীট।
৪.উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে অভিজ্ঞতার শংসাপত্র।
৫.জাত শংসাপত্র।
আবেদনের শেষ তারিখ – ০৫/১১/২০২৪
প্রয়োজনীয় লিঙ্ক
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
🌐 Official Website | www.paschimbardhaman.gov.in |
রাজ্যের পৌরসভায় নতুন করে কর্মী নিয়োগ চলছে! বেতন প্রতিমাসে ১২,০০০/- টাকা।
বিঃদ্রঃ- এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।
I Am Interested