অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখেনিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Group D Recruitment 2024 – আপনি কি ভাল চাকরির জন্য অপেক্ষা করছেন? তাহলে এই চাকরির খবরটি আপনার জন্য। এখানে পুরুষ মহিলা উভয় আবেদনযোগ্য। Govt, P.T.T দপ্তরে এর মাধ্যমে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা এখানে খুব সহজেই নিজেদের আবেদন অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আজকের এই প্রতিবেদনে কিভাবে এখানে নিয়োগ করা হবে? বয়সীমা কি থাকছে ? মাসিক বেতন কত হবে ? সমস্ত বিষয় নিয়েই উল্লেখ করা আছে অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়বেন প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আপনারা চাইলে আমাদের Telegram চ্যানেল ও Whatsapp চ্যানেলে সরাসরি যুক্ত হতে পারেন যেখানে চাকরি সম্বন্ধে প্রতিদিন লেটেস্ট আপডেট আপনারা পেয়ে যাবেন।

নিয়োগ সংস্থাDharmada Govt, P.T.T Institute
পদের নামNight Guard , Karmabandhu
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদনের শেষ তারিখ ০২.০৪.২০২৪

পদের নাম – Night Guard, Karmabandhu
মোট শূন্যপদ – ০২ টি।

আবেদনের জন্য যোগ্যতা (WB Group D Recruitment 2024)

শিক্ষাগত যোগ্যতা – যেহেতু এখানে দুটি পদ সেই ক্ষেত্রে দুটি পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে। এখানে নাইটগার্ড পদে আবেদন করার জন্য প্রার্থীদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই হবে তাছাড়া কম্পিউটারের নলেজে থাকতে হবে তাহলে এখানে অবশ্যই আবেদন করা যাবে। এ ছাড়া কর্মবন্ধু পদের জন্য এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে।

WB Group D Recruitment 2024

বয়সসীমা – সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন জানানোর জন্য ১৮ থেকে সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে বয়স থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে।

আবেদন পদ্ধতি / শেষ তারিখ / নিয়োগ প্রক্রিয়া

নিয়োগ প্রক্রিয়া – আগ্রহীদের এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি – এখানে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে। সর্বপ্রথম প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এছাড়া আপনারা যদি চান এই প্রতিবেদনের নিচে যে ডাউনলোড করার বিজ্ঞপ্তি অপশন আছে সেখান থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করেও আপনারা দেখতে পারেন। এরপরে সেই বিজ্ঞপ্তির মধ্যে যে আবেদন করার ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সমস্ত কিছু তথ্য সেখানে উল্লেখ করে নির্দিষ্ট সময় ও দিনের মধ্যে নির্দিষ্ট স্থানে আবেদন পত্র পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সমস্ত তথ্য জানতে অবশ্যই আপনারা সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন। 

আবেদনের শেষ তারিখ – ০২.০৪.২০২৪।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটdharmadagovt.wbptti.in
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
অন্যান্য চাকরির আপডেটView Now

অরূপ দাস ,WBTAK এর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্প ও চাকরির কনটেন্ট রাইটার। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৭ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। আমার প্রতিবদেন পরে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে

Leave a Comment