WB Gram Panchayat Exam Practice Set 03 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০৩, বাছাই করা ১০ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 03 – পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদনের জন্য। আর সেই পরীক্ষা নিয়েই সবাই সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা যারা এখনো পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সময়ের অভাবে সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার জন্য আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০৩ (WB Gram Panchayat Exam Practice Set 03)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 03

১) জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে ?

[A] ১২ই মে

[B] ১১ই মে

[C] ১৪ই মে

[D] ১৩ই মে

Answer – ১১ই মে

২) Adani Green Energy- এর থেকে বিদ্যুৎ কেনার জন্য ২০ বছরের চুক্তি করল কোন দেশ ?

[A] ভারত

[B] শ্রীলংকা

[C] নেপাল

[D] বাংলাদেশ

Answer – শ্রীলংকা

৩) T20 world Cup 2024- এর জন্য কোন দেশের ক্রিকেট টিমের অফিসিয়াল স্পন্সর হলো Amul কোম্পানি ?

[A] নিউজিল্যান্ড

[B] অস্ট্রেলিয়া

[C] নেদারল্যান্ডস

[D] শ্রীলংকা

Answer – শ্রীলংকা

৪) L & T কোম্পানির প্রেসিডেন্ট পদে উন্নীত হলেন কে ?

[A] সানোয়ার খাঁ

[B] সৌরিন গুপ্ত

[C] আর. শংকর রমন

[D] প্রতীক নারায়ন

Answer – আর. শংকর রমন

৫) Asian Open Pickleball Championships- এ ভারত মোট কয়টি মেডেল জিতল ?

[A] ৫ টি

[B] ৩ টি

[C] ৪ টি

[D] ৭ টি

Answer – ৫ টি

WB Gram Panchayat Exam Practice Set 03

৬) আন্টার্টিকায় রিসার্চ স্টেশন তৈরির পরিকল্পনা করেছে কোন দেশ ?

[A] আমেরিকা

[B] চীন

[C] ভারত

[D] রাশিয়া

Answer – ভারত

৭) ভারত ও ফ্রান্সের মধ্যে Shakti 2024 নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত হবে কোথায় ?

[A] নাগাল্যান্ড

[B] মনিপুর

[C] মিজোরাম

[D] মেঘালয়

Answer – মেঘালয়

৮) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারি Colin Munro কোন দেশের খেলোয়াড় ?

[A] সাউথ আফ্রিকা

[B] নিউজিল্যান্ড

[C] অস্ট্রেলিয়া

[D] ইংল্যান্ড

Answer – নিউজিল্যান্ড

৯) কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নিযুক্ত হলেন Mikhail Mishustin ?

[A] রাশিয়া

[B] জাপান

[C] সিঙ্গাপুর

[D] ভিয়েতনাম

Answer – রাশিয়া

১০) 2023 Miss Teen USA পদ থেকে পদত্যাগের ঘোষণা করলেন কে ?

[A] নলিয়া ভোইট

[B] উমা সোফিয়া

[C] ম্যাডিসন মার্শ

[D] কেউই নন

Answer – উমা সোফিয়া

WB Gram Panchayat Exam Practice Set 01View Now

অরূপ দাস ,WBTAK এর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্প ও চাকরির কনটেন্ট রাইটার। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৭ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। আমার প্রতিবদেন পরে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে

1 thought on “WB Gram Panchayat Exam Practice Set 03 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০৩, বাছাই করা ১০ টি প্রশ্ন।”

Leave a Comment