SVMCM Scholarship Amount -অর্থনৈতিক অবস্থার কারণে পড়াশোনায় পিছিয়ে থাকা দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের সরকারি বেসরকারি সংস্থার তরফে অনেক স্কলারশিপ দেওয়া হয়। এরই মধ্যে সরকারি স্কলারশিপ হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বেশ জনপ্রিয়।
এই স্কলারশিপ থেকে প্রাপ্ত অর্থের ওপর নির্ভর করে অনেক ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। বিভিন্ন কোর্সের জন্য আলাদা আলাদা পরিমাণে টাকা দেওয়া হয়। পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা ও সংখ্যালঘু বিভাগের ক্ষেত্রে এক একটি কোর্সের জন্য আলাদা আলাদা পরিমাণ টাকা দেওয়ার বিষয়টি এই স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের পরিমান।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অনুদানের পরিমাণ
বিদ্যালয়ে পড়া ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে বিবেকানন্দ স্কলারশিপে টাকার পরিমাণ কিছুটা কম। কলেজ পড়ুয়া হোক বা ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল নার্সিং সহ বিভিন্ন পেশাদারী কোর্সের ক্ষেত্রে বেশি টাকা দেওয়া হয়। জেনে নেওয়া যাক, কোন ক্লাসে পড়ে কত অনুদান পান ছাত্র-ছাত্রীরা।
মাধ্যমিক পাশের পর (SVMCM Scholarship Amount)
মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের প্রতি মাসে ১০০০ টাকা করে অর্থাৎ বছরে ১২ হাজার টাকা দেওয়া হয়। বিজ্ঞান, কলা বিভাগ ও কমার্স সহ সব বিভাগেই পর সমান অনুদান দেওয়া হয়। একবার আবেদন করলে পরের বছর অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে রিনিউয়াল করতে হয়।
উচ্চমাধ্যমিকের পরে কলেজে ভর্তি
উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হওয়ার পর বিভাগ অনুযায়ী পৃথক অনুদান দেওয়া হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপে। আর্টস ও কমার্স নিয়ে পড়া ছাত্রছাত্রীদের ১০০০০/- অর্থাৎ বছরে মোট ১২০০০/- টাকা, বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের প্রতি মাসে ১৫০০/- টাকা অর্থাৎ মোট ১৮,০০০/- টাকা দেওয়া হয়।
মেডিক্যাল, প্যারামেডিক্যাল ও নার্সিং কোর্সে
MBBS, BDS, BHMS, BAMS সহ বিভিন্ন মেডিকেল ডিগ্রী কোর্সে প্রতি মাসে ৫,০০০/- টাকা অর্থাৎ বছরে ৬০ হাজার টাকা দেওয়া হয়। BSC নার্সিং প্যারা মেডিক্যাল ডিগ্রি (BMLT, BOPT) কোর্সে ৫০০০ টাকা (SVMCM Scholarship Amount) করে বছরে ৬০ হাজার টাকা দেওয়া হয়। ডিপ্লোমা কোর্স GNM নার্সিং, ডিপ্লোমা প্যারামেডিক্যাল, Law কোর্সের ক্ষেত্রে প্রতি মাসে ১৫০০/- টাকা করে অর্থাৎ বছরে ১৮ হাজার টাকা দেওয়া হয়।
ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি ও টেকনিক্যাল কোর্স
BE B.Tech, B.Arch, ME, MTech সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্স এবং MA কোর্স জন্য মাসে ৫০০০/- টাকা করে বছরে ৬০,০০০/- টাকা দেওয়া হয়। ফার্মাসি ডিগ্রি B Pharm কোর্সের ক্ষেত্রে ৫০০০/- টাকা করে মাসে অর্থাৎ বছরে ৬০ হাজার টাকা দেওয়া হয়। ডিপ্লোমা কোর্স (পলিটেকনিক D Pharma) এর ক্ষেত্রে মাসে ১৫০০/- টাকা করে, বছরে ১৮ হাজার টাকা দেওয়া হয়।
B.ED আর ট্রেনিং কোর্স এবং পোস্ট গ্র্যাজুয়েশন
ডাইরেক্টরেট অফ পাবলিক ইন্সট্রাকশনের আওতায় রয়েছে এই কোর্সগুলি। বিএড এর ক্ষেত্রে মাসে ১৫০০/- টাকা করে বছরে ১৮ হাজার টাকা, ডিএলএড এর ক্ষেত্রে ১০০০/- টাকা করে বছরে ১২ হাজার টাকা দেওয়া হয়। MA, M.COM এর মতো পোস্ট গ্রাজুয়েট কোর্সে বছরে ২৪ হাজার টাকা করে দেওয়া হয়। M.SC, MCA এর ক্ষেত্রে বছরে ৩০ হাজার টাকা করে দেওয়া হয়।
টাকা কিভাবে দেওয়া হয়? প্রতিবছর এই টাকা নির্দিষ্ট সময়ে ব্যাংক একাউন্টে জমা হয়। স্কলারশিপের জন্য প্রথম বছর আবেদন জানালেও পরের বছরগুলোতে রিনিউয়াল করলেই টাকা এসে যায় ব্যাংকের একাউন্টে।