SBI New Recruitment 2024 – স্টেট ব্যাঙ্কে কর্মী নিয়োগ, বয়স ২১ বছর থেকে সর্বোচ্চ ৩৫।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SBI New Recruitment 2024 -চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। সেপ্টেম্বর মাসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দপ্তরে ম্যানেজার সহ ভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা অনলাইন এর মাধ্যমে আবেদন যোগ্য। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাState Bank Of India
পদের নামডেপুটি ম্যানেজার,অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
মোট শূন্যপদ১৪৯৭
আবেদন মাধ্যমঅনলাইনে 
আবেদনের শেষ তারিখ ০৪/১০/২০২৪

পদের নাম ও শূন্যপদ

(১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

(২) এখানে মোট শূন্যপদ ১৪৯৭ টি।

বয়সসীমা ও বেতন

(১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

(২) এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে সর্বনিম্ন ৪৮,৪৮০/- টাকা থেকে সর্বোচ্চ ৯৩,৯৬০/- টাকার মধ্যে প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (SBI New Recruitment 2024)

যেসকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B. Tech / কম্পিউটার সায়েন্স/ সফটওয়্যার ইনজিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি / ইত্যাদী বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

recruitment.bank.sbi‌ এই পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদের নোটিফিকেশন নিয়ম অনুসারে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) জন্ম তারিখের প্রমাণপত্র।
২) আবেদনেরকারীর ফটোকপি।
৩) আইডি প্রুফ।
৪) অভিজ্ঞতা সার্টিফিকেট।
৫) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে মার্ক-শীট/ ডিগ্রি সার্টিফিকেট।
৬) আবেদনকারীর স্বাক্ষর।
৭) জাত শংসাপত্র।
৮) PwBD সার্টিফিকেট

কি ভাবে আবেদন করতে হবে ?

সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদেরকে বলা হচ্ছে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে নিজের নাম ও সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপরে স্টেপ বাই স্টেপ সমস্ত (SBI New Recruitment 2024) ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে ও সেখানে যা যা ডকুমেন্টস চেয়েছে নির্দিষ্ট সাইজের মধ্যে সঠিকভাবে আপলোড দিতে হবে সর্বশেষে ডেট এবং টাইম এর মধ্যে সমস্ত তথ্য ভেরিফাই করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এছাড়া সংস্থার বিজ্ঞপ্তি যদি আবেদন মূল্য চেয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের আবেদন মূল্য দিয়ে নিজের দায়িত্বে ভালোভাবে দেখে বুঝে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরুর তারিখ১৪/০৯/২০২৪
আবেদনের শেষ তারিখ০৪/১০/২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

📄 অফিশিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 Official WebsiteClick Here

পূর্ব রেলে একাধিক পদে কর্মী নিয়োগ! বয়সসীমা ১৮ থেকে ৩৩ মধ্যে হতে হবে।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা।  এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

অতনু দাস ,WBTAK এর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্প ও চাকরির কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৫ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment