India Post GDS Vacancy 2024 – মাধ্যমিক পাশে GDS পদে কর্মী নিয়োগ, বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৪০।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

India Post GDS Vacancy 2024 – চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে  একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা অফলাইনে এর মাধ্যমে আবেদন যোগ্য। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাডাক বিভাগ দপ্তর
পদের নামGramin Dak Sevak, Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster (ABPM)
মোট শূন্যপদ৪৪,২২৮ 
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদনের শেষ তারিখ ০৫/০৮/২০২৪

পদের নাম ও শূন্যপদ 

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Gramin Dak Sevak, Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster (ABPM)।

২) এখানে মোট শূন্যপদ ৪৪,২২৮ টি।

বয়স সীমা ও বেতন

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ৪০মধ্যে হতে হবে। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

২) যদি আপনারা এই পথগুলোতে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন শুরু হচ্ছে প্রতিমাসে ১০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ২৯,৩৮০/- টাকা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা (India Post GDS Vacancy 2024)

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে তার সঙ্গে অবশ্যই কম্পিউটার বিশেষ জ্ঞান ও সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।


এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

indiapostgdsonline.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) দশম শ্রেণি পাসের মার্কশিট।
২) পরিচয়ের প্রমাণপত্র।
৩) PWD সার্টিফিকেট, EWS সার্টিফিকেট (যদি প্রোজজ্য হয়)
৪) জন্ম তারিখের প্রমাণপত্র।
৫) মেডিকেল সার্টিফিকেট।
৬) ট্রান্সজেন্ডার সার্টিফিকেট।

নিয়োগ প্রক্রিয়া (India Post GDS Vacancy 2024)

এখানে প্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বর ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর উপর ভিত্তি করেই এখানে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

কি ভাবে আবেদন করতে হবে? 

১) এখানে প্রার্থীদের আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) তারপর নির্ভুলভাবে (India Post GDS Vacancy 2024) সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) এরপরে যে সমস্ত ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে সাইজ মত আপলোড করতে হবে।
৫) সবার শেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরুর তারিখ১৫/০৭/২০২৪
আবেদনের শেষ তারিখ০৫/০৮/২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

📄 অফিশিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 Official Websiteindiapostgdsonline.cept.gov.in

পূর্ব রেলে একাধিক পদে কর্মী নিয়োগ! বয়সসীমা ১৮ থেকে ৩৩ মধ্যে হতে হবে।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা।  এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

অরূপ দাস ,WBTAK এর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্প ও চাকরির কনটেন্ট রাইটার। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৭ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। আমার প্রতিবদেন পরে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে

Leave a Comment