ICDS Admit Card Download 2024 – বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার তারিখ ও সিলেবাস ইতিমধ্যে ঘোষনা হয়ে গেছে। এবার এডমিট কার্ড ডাউনলোড করার অপশনও পোর্টাল গুলোতে চালু হয়ে গেল। এখানে কিভাবে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করবেন সমস্ত তথ্যই উল্লেখ করা আছে। তাছাড়া এডমিট কার্ডের মধ্যে উল্লেখ আছে খুব সহজেই কোনখানে সিট পড়েছে সমস্ত তথ্য।
এই অঙ্গনওয়াড়ি সরকারি পরীক্ষাটি শুরু হচ্ছে আগামী ০৭-০৯-২০২৪ তারিখে। নিজের সমস্ত তথ্য উল্লেখ করে দেওয়া হলো কিভাবে আপনারা ডাউনলোড করবেন এডমিট কার্ডটি বাড়িতে বসে নিচে থেকে।
বিশেষ অনুরোধ যারা এই পরীক্ষার জন্য অপেক্ষা করছিলেন এবং কিভাবে ডাউনলোড করতে হবে এডমিট কার্ড তার সমস্ত তথ্য যেমন (ICDS Admit Card Download 2024) নিজে উল্লেখ করা আছে এবং তাদেরকে এটাও বলা হচ্ছে যে অবশ্যই আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে এডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন। যেহেতু অনেকে এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে চাইবে তো সার্ভার প্রবলেম হতেও পারে তার জন্য ডাউনলোড সেই সময় নাও করা যেতে পারে সুতরাং সময়ের আগে ডাউনলোড ঠিকঠাক ভাবে করে নেবেন।
How To Download ICDS Admit Card Download 2024
সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যেটা আপনারা নিজে থেকে যেতে পারেন অথবা এই পোষ্টের নিচে যে লিংক আছে সে লিংক এ ক্লিক করেও আপনারা সরাসরি সেই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। এরপর আপনাদের সরাসরি এডমিট কার্ড ডাউনলোড করার অপশনে ক্লিক করতে হবে।
এরপর নিজের রেজিস্ট্রেশন নাম্বার ও জন্মতারিখ সঠিকভাবে সেখানে পূরণ করে ক্লিক করলে আপনাদের এডমিট কার্ডটি দেখতে পাবেন। এরপর এডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে এক কপি নিজের কাছে ও এক কপি পরীক্ষা দেওয়ার কেন্দ্রে নিয়ে যেতে হবে।
📄 Download Admit | Download Now |
🌐 Official Website | coochbeharwb.in |
পূর্ব রেলে একাধিক পদে কর্মী নিয়োগ! বয়সসীমা ১৮ থেকে ৩৩ মধ্যে হতে হবে।