DM Office Staff Recruitment 2024 – চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। আগস্ট মাসে মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা অফলাইনে এর মাধ্যমে আবেদন যোগ্য। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা : মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তর পদের নাম : Case Worker মোট শূন্যপদ : নিচে উল্লেখিত আবেদন মাধ্যম : অফলাইন আবেদনের শেষ তারিখ : ১৭/০৯/২০২৪ |
পদের নাম ও শূন্যপদ
এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Case Worker
এখানে মোট শূন্যপদ ১টি।
বয়সসীমা ও বেতন
(১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ২৩/০৮/২০২৪ তারিখ অনুসারে প্রযোজ্য হবে। আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।
(২) এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন হিসাবে প্রতিমাসে ১৫,০০০/- টাকা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (DM Office Staff Recruitment 2024)
যেসকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদন কারীদের কম্পিউটার সম্বন্ধে জ্ঞান, ইংরেজি এবং নেপালি ভাষায় কথা বলা, পড়া এবং লেখার দক্ষতা,এমএস অফিস প্যাকেজে দক্ষতা,মহিলাদের সমস্যা নিয়ে কাজ করার ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
kalimpong.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া (DM Office Staff Recruitment 2024)
এখানে প্রার্থীদের Evaluation of educational qualification, Computer test (practical), Viva voce ইত্যাদি পরীক্ষার মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। এখানে প্রার্থীদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে ?
এখানে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে। সর্বপ্রথম প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এছাড়া আপনারা যদি চান এই প্রতিবেদনের নিচে যে ডাউনলোড করার বিজ্ঞপ্তি অপশন আছে সেখান থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করেও আপনারা দেখতে পারেন। এরপরে সেই বিজ্ঞপ্তির মধ্যে যে আবেদন করার ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সমস্ত কিছু তথ্য সেখানে উল্লেখ করে নির্দিষ্ট সময় ও দিনের মধ্যে নির্দিষ্ট স্থানে আবেদন পত্র পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সমস্ত তথ্য জানতে অবশ্যই আপনারা সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১) বয়সের প্রমাণপত্র হিসাবে (প্যান কার্ড/ভোটার কার্ড/স্কুল অ্যাডমিট কার্ড/জন্ম সার্টিফিকেট/আধার কার্ড)।
২) পাসপোর্ট সাইজের ছবি।
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে (সার্টিফিকেট/মার্কশিট)।
৪) আবাসিকের প্রমাণপত্র হিসাবে (আধার কার্ড/ভোটার কার্ড/স্থানীয় কর্তৃপক্ষ/পৌরসভা/বিডিও ইত্যাদির শংসাপত্র)।
৫) কম্পিউটার সার্টিফিকেট।
৬) অভিজ্ঞতা সার্টিফিকেট।
৭) EWS সার্টিফিকেট।
গুরুত্বপূর্ন তারিখ ও প্রয়োজনীয় লিঙ্ক
আবেদনের শেষ তারিখ | ১৭/০৯/২০২৪ |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
🌐 Official Website | kalimpong.gov.in |
পূর্ব রেলে একাধিক পদে কর্মী নিয়োগ! বয়সসীমা ১৮ থেকে ৩৩ মধ্যে হতে হবে।
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।
Nice 👌 site