RRC Group D Recruitment 2024 – রেলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RRC Group D Recruitment 2024 – কেন্দ্র সরকারের তরফে ইস্টার্ন রেলওয়ে দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ইচ্ছুক প্রার্থীরা সর্বনিম্ন মাধ্যমিক পাস যোগ্যতা থেকে আবেদন জানাতে পারবেন। এখানে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা ভিন্ন পদে আবেদনের সুযোগ পারবেন। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? বয়স সীমা কি থাকছে? চাকরিপ্রার্থীদের মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে আজকের এই প্রতিবেদনে। এখানে আবেদন করার আগে বিঞ্জপ্তি ডাউনলোড করবেন তারপর ভালোভাবে পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাইস্টার্ন রেলওয়ে দপ্তরে
পদের নামগ্রুপ- সি ও গ্রুপ-ডি
মোট শূন্যপদনিচে উল্লেখিত
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ ১১/১১/২০২৪

পদের নাম

এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – গ্রুপ- সি ও গ্রুপ-ডি

শুন্যপদ

১১ টি।

শিক্ষাগত যোগ্যতা (RRC Group D Recruitment 2024)

যেসকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে ৫০% নম্বর সহ মাধ্যমিক / প্রাসঙ্গিক ট্রেডে আইটিআই / উচ্চমাধ্যমিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

বয়স সীমা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে হতে হবে‌। এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ০১/০১/২০২৫ তারিখ অনুসারে হিসাব করা হবে।

মাসিক বেতন (RRC Group D Recruitment 2024)

এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে নোটিফিকেশনের নিয়ম অনুসারে প্রদান করা হবে।

এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে?

www.ner.indianrailways.gov.in এই পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও মেরিট লিস্টের মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি

যেসকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদেরকে বলা হচ্ছে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে নিজের নাম ও সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপরে স্টেপ বাই স্টেপ (RRC Group D Recruitment 2024) সমস্ত ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে ও সেখানে যা যা ডকুমেন্টস চেয়েছে নির্দিষ্ট সাইজের মধ্যে সঠিকভাবে আপলোড দিতে হবে সর্বশেষে ডেট এবং টাইম এর মধ্যে সমস্ত তথ্য ভেরিফাই করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এছাড়া সংস্থার বিজ্ঞপ্তি যদি আবেদন মূল্য চেয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের আবেদন মূল্য দিয়ে নিজের দায়িত্বে ভালোভাবে দেখে বুঝে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন।

আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) প্রয়োজনীয় মার্কশিট/শংসাপত্রের স্ক্যান করা স্ব-প্রত্যয়িত কপি।
২) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৩) আধার কার্ডের।
৪) প্রার্থীদের পাসপোর্টের আকারের ফটোগ্রাফ।
৫) কাজের অভিজ্ঞতার শংসাপত্র।
৬) আবেদনকারীর স্বাক্ষর।

আবেদন ফি – এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে SC, ST, প্রাক্তন সৈনিক, বেঞ্চমার্ক প্রতিবন্ধী ব্যক্তি (PwBDs), মহিলা, সংখ্যালঘু এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীভুক্ত প্রার্থীদের ২৫০ টাকা ও বাকি সকল প্রার্থীদের ৫০০ টাকা আবেদনমূল্য হিসাবে জমা করতে হবে। প্রথমে আবেদনকারীরা অফিসিয়াল নোটিফিকেশনটি জাচাই করবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদনের শেষ তারিখ : ১১/১১/২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

📄 অফিশিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 Official Websitewww.ner.indianrailways.gov.in

বিঃদ্রঃ- এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা।  এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

সুস্মিতা রায় , কর্মসাথী এর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্প ও চাকরির কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ২ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত।

1 thought on “RRC Group D Recruitment 2024 – রেলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন”

Leave a Comment